mbtv24.com: খুলনার তেরখাদায় উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকাল সাড়ে ১০টায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, তেরখাদা, খুলনা যৌথভাবে মত বিনিময় সভাটির আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন খুলনার নবাগত জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির কত্তৃতা করেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, অধ্যক্ষ এসএম মিজানুর রহমান, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম, বারাসাত ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কেএম আলমগীর হোসেন, হিন্দু বিবাহ নিবন্ধক এ্যাড. প্রজেশ কুমার রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাংবাদিক এসএম মফিজুল ইসলাম জুম্মান, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাললয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা ও উক্ত বিদ্যালয়ের ছাত্রী লিজা চৌধুরী, ইউপি সদস্য রূপালী বেগম। এ সময় সরকারি ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হিন্দু ও মুসলিম বিবাহ নিবন্ধক, ছাত্রী এবং প্রায় ৫ শতাধিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা।
মোঃ রবিউল ইসলাম
mbtv24
তেরখাদা, খুলনা।
তারিখঃ ১৯/১১২/২০২২