contest

Share on Social Media
 
    
   
mbtv24

অনলাইন সংগীত ও আবৃত্তি প্রতিযোগীতা-২০২৪ এর নীতিমালাঃ  mbtv24 আয়োজন করেছে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতা২০২৪অনলাইন সংগীত প্রতিযোগিতা২০২৪ অংশ অংশগ্রহণ করা যাবে ঘরে  বসেই মোবাইলে কবিতা আবৃত্তি/গানের ভিডিও করে ই-মেইল/ফেসবুক/হোয়াটসএ্যাপে জমা দিতে হবে

 জমা দেওয়ার শেষ তারিখঃ ৩০/০৬/২০২৪ইং। 

· দেশি/বিদেশি/প্রবাসী যেকোনো বয়সের যে কোন ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন

·  প্রতিযোগীতায় প্রতি বিষয়ে বিজয়ী (৩জন) পাবেন সনদপত্র ও আকর্ষনীয় পুরষ্কার।

 

 কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ?

 . প্রতিযোগীকে কোলাহলমুক্ত পরিবেশে নিজের আবৃত্তি/গানের ভিডিও রেকর্ড করতে হবে (স্মার্টফোনে রেকর্ড করলেই যথেষ্ট)রেকর্ড করার পর কোনো প্রকার এডিট করা যাবে না। আবৃত্তি রেকর্ড করার সময় কোনো আবহ সংগীত বা ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক রাখা যাবেনা।

গান দুভাবে রেকর্ড করা যাবে।যথাঃ-

  • ·        বাদ্যযন্ত্র সহকারে।
  • ·       বাদ্যযন্ত্র ছাড়া-খালি গলায়।

. ভিডিও রেকর্ড করার সময় ক্যামেরা/মোবাইলকে ল্যান্ডস্কেপ স্টাইলে স্থির করে রাখতে হবে; যাতে না কাঁপে

. ভিডিও রেকর্ড করার সময় ফ্যান বন্ধ রাখুন, পর্যাপ্ত আলো রাখুন যাতে  ভিডিও স্পষ্ট হয়। প্রয়োজনে খোলা মাঠ, বাগান, বাসার ছাদ বা লাইব্রেরীতে বসে বা দাঁড়িয়ে গান/আবৃত্তি করতে পারেন

. ভিডিও রেকর্ড করার সময় বাইরের কোন শব্দ বা অন্যান্য নয়েজ যাতে না আসে সেদিকে লক্ষ্য রাখুন

. প্রতিযোগীকে অবশ্যই www.youtube.com/mbtv24 ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে এবং mbtv24 ফেসবুক পেজে ফলো ও লাইক দিয়ে সংযুক্ত থাকতে হবে

 ৬. বিজয় নিশ্চিত করতে দর্শকদের ভোট পেতে স্ব স্ব আবৃত্তি/গানের
ভিডিও স্ব স্ব ফেসবুক প্রোফাইল/পেজসহ বিভিন্ন গ্রুপে ও অন্যান্য সোস্যাল মিডিয়ায় শেয়ার
করতে হবে।

 

 ভিডিও যেভাবে শুরু করবেন

. (কবিতা) ভিডিও শুরুতে বলতে হবেআসসালামু আলাইকুম/নমস্কার। আমি – (আপনার নাম সংক্ষিপ্ত ঠিকানা)কবিতার নাম কবির নামতারপর আবৃত্তি শুরু করতে হবে। আবৃত্তি শেষে বলতে হবেঃ

 

প্রিয় দর্শক, আমার আবৃত্তি ভাল লাগলে অনুগ্রহ করে লাইক,কমেন্ট, শেয়ার mbtv24 চ্যানেলটিকে সাবসক্রাইব করে  এবং mbtv24 ফেসবুক পেজটি ফলো করে আমাকে বিজয়ী হওয়ার সুযোগ দিন। ধন্যবাদ

 

 *** (গান) ভিডিও শুরুতে বলতে হবেআসসালামু আলাইকুম/নমস্কার। আমি – (আপনার নাম সংক্ষিপ্ত ঠিকানা)কবিতার নাম কবির নামতারপর খালি গলায়/বাদ্যযন্ত্রসহকারে গান শুরু করতে হবে।  শেষে বলতে হবেঃ

 

প্রিয় দর্শক, আমার গান ভাল লাগলে অনুগ্রহ করে লাইক,কমেন্ট, শেয়ার mbtv24 চ্যানেলটিকে সাবসক্রাইব করে  এবং mbtv24 ফেসবুক পেজটি ফলো করে আমাকে বিজয়ী হওয়ার সুযোগ দিন। ধন্যবাদ

 

 উদাহরণঃ

আসসালামু আলাইকম। আমি রফিকুল ইসলাম। মিরপুর, ঢাকা।কবিতার নামশান্তি লিখেছেনমোঃ রবিউল ইসলাম। —–(সম্পূর্ণ কবিতা আবৃত্তি করুন)—– প্রিয় দর্শক, আমার আবৃত্তি ভাল লাগলে অনুগ্রহ করে লাইক,কমেন্ট, শেয়ার mbtv24 চ্যানেলটিকে সাবসক্রাইব করে  এবং mbtv24 ফেসবুক পেজটি ফলো করে আমাকে বিজয়ী হওয়ার সুযোগ দিন। ধন্যবাদ

 

. ভিডিও রেকর্ড শেষে কোন প্রকার এডিটিং ছাড়াই মূল ভিডিও ফুটেজটি mbtv24contest@gmail.com  ইমেইলে, WhatsApp :  01765 33 10 33, MBTV24 (https://www.facebook.com/mbtvbd24)  ফেসবুক পেজে  পাঠাতে হবে। (যে কোন একটায় পাঠালেই হবেপাঠানোর সময় প্রতিযোগীর নাম, মোবাইল নাম্বার, পেশা, ফেসবুক প্রোফাইল লিংকসহ পূর্ণ ঠিকানা লিখে পাঠাতে হবে

 

. প্রতিযোগিতা পরিচালনা কর্তৃপক্ষ আপনার ভিডিওটি পর্যালোচনা শেষে mbtv24 (https://www.facebook.com/mbtvbd24) ফেসবুক পেজে বা mbtv24 ইউটিউব চ্যানেলে (www.youtube.com/mbtv24 ) আপলোড দিবেন। ব্যাস, শেষ হলো প্রাথমিক পর্যায়

 

এবার দর্শক আমাদের সম্মানীত বিচারকবৃন্দ উক্ত গান/আবৃত্তির উপর নাম্বার দিবেন।। ভিডিওতে যতো ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার বাড়বে এবং ঐ ভিডিও হতে যতো লাইক,ফলোয়ার,সাবসক্রাইবার আসবে প্রতিযোগীর স্কোর ততো বাড়বে

 

১০. প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার সম্ভাবনা বাড়াতে আপনার আবৃত্তির ভিডিওটির লিংক mbtv24 ইউটিউট
চ্যানেল (
www.youtube.com/mbtv24 ) বা mbtv24 ফেসবুক পেজ(https://www.facebook.com/mbtvbd24) থেকে সংগ্রহ করে  আপনার ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ গ্রুপে শেয়ার দিতে হবে এবং আপনার বন্ধুদেরকে উক্ত ভিডিওতে লাইক, কমেন্ট,শেয়ার চ্যানেলটিকে সাবসক্রাইব করে অল নোটিফিকেসন অন করে রাখার অনুরোধ করতে হবে।mbtv24 (https://www.facebook.com/mbtvbd24) ফেসবুক পেজটি ফলো করতে বলতে হবে। মূল ভিডিও তে যতো ভিউ, লাইক, পজেটিভ কমেন্ট পড়বে আপনার স্কোর ততো বাড়বে। এজন্য অবশ্যই যে mbtv24 ফেসবুক পেজ/ইউটিউব চ্যানেলে আপলোড করা মূল ভিডিওতে লাইক, কমেন্ট করতে হবে।

 ভিডিও আপলোডের পর থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে দর্শক কতক্ষণ দেখলো, লাইক,শেয়ার,ফলো,সাবসক্রাইব পজেটিভ কমেন্ট করলো তার জন্য আপনার স্কোর বাড়বে। তবে নেগেটিভ কমেন্টের জন্য কোন পয়েন্ট কর্তন হবেনা

 

যেভাবে প্রতিযোগীদের পোস্ট করতে হবেঃ

 

 পোস্টের নমুনা নিম্মরূপঃ

******************************

নিচের লিংকে ক্লিক করে আমার গান/আবৃত্তির ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভাল লাগলেলাইক, কমেন্ট, শেয়ার   mbtv24 চ্যানেলটিকে সাবসক্রাইব করে  এবং mbtv24 ফেসবুক পেজটি ফলো করে আমাকে বিজয়ী হওয়ার সুযোগ দিন। ধন্যবাদ(এখানে আপনার ভিডিওর লিংকটি পেস্ট করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করলে ভিডিওটি চলে আসবে। তারপর পোস্ট করুন।)

******************************

১১. www.mbtv24.com/contest  ওয়েব সাইটেmbtv24 ফেসবুক পেজে  mbtv24 ইউটিউব চ্যানেলে ফলাফল প্রকাশ করা হবে। বিজয়ীদের ঠিকানায় ডাকযোগে পুরস্কার এবং ইমেইল/হোয়াটসএ্যাপ/ম্যাসেনজারে সনদপত্র পাঠিয়ে দেওয়া হবে

 

 ফলাফল নির্ধারণ/বিজয়ী নির্বাচন প্রক্রিয়াঃ

·
প্রতিযোগীকে ১০০ নাম্বারের মধ্যে ৫০% নাম্বার আমাদের বিচারকমণ্ডলী দিবেন এবং বাকি ৫০% নাম্বার প্রতিযোগীর ভিডিও ভিউ, লাইক কমেন্ট, শেয়ার ও ঐ ভিডিও থেকে আসা লাইক,ফলোয়ার, সাবসক্রাইবার এর উপর নির্ভর করে মূল্যায়ন করা হবে।   (বিঃদ্রঃ নেগেটিভ কমেন্টের জন্য কোন পয়েন্ট কর্তন হবেনা।)

 

·
অর্থাৎ প্রতিযোগীকে ৫০% নাম্বার বিচারকমণ্ডলী এবং পরোক্ষভাবে ৫০% নাম্বার দর্শক মন্ডলী প্রদান করবেন

·
সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগী বিজয়ী হবেন

·
প্রতিযোগীর ভিডিওটির কপিরাইট mbtv24 কর্তৃপক্ষের থাকবে

·
কোন ভিডিওতে আপলোডের ৩০ দিনের মধ্যে সর্বসাকুল্যে ১০০০ ভিউ না হলে, বা নির্ধারিত সময়ের মধ্যে ১০০০ ভিউ না হলে উক্ত গান/আবৃত্তি ভিডিওটি প্রতিযোগিতার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেএবং উক্ত প্রতিযোগী প্রতিযোগীতা থেকে বাদ পড়বেন।

·
প্রতিযোগিতা সংক্রান্ত পরিচালনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে

 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কোন প্রকার ফিস বা সার্ভিস চার্জ দিতে হবেনা। কোন ব্যক্তি ফোন করে/ইমেইলে/ম্যাসেঞ্জারে প্রতিযোগিতার বিষয়ে কিছু বললে এড়িয়ে যান এবং আমাদের নিমোক্ত নাম্বারে জানানোর অনুরোধ করছি

 

প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন বা সহযোগিতার জন্য যোগাযোগ করুনঃ 

মেইলঃ mbtv24contest@gmail.com 

ফেসবুকঃ MBTV24 ( https://www.facebook.com/mbtvbd24 )

WhatsApp:  01765 33 10 33 (ম্যাসেজ দিন। সকাল ১০ টা থেকে  বিকেল ৫টা)

 

‌‌”কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।কর্তৃপক্ষ যে কোন সময় কোন প্রকার পূর্ব ঘোসনা ছাড়াই এই নীতিমালা সংশোধন, সংযোজন বা বাতিল করতে পারবেন বা এই প্রতিযোগীতা সম্পূর্ণরূপে স্থগিত বা বাতিল করতে পারবেন।”