তেরখাদায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপিত

Breaking News জেলা সংবাদ শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

mbtv24.com: সারাদেশের ন্যায় তেরখাদায়ও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে  উদযাপিত হয়েছে। দিবসের শুরুতে রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন পুষ্পমাল্য অর্পন করে। এরপর  সকাল ৮টায় প্রভাতফেরী শেষে তেরখাদা সরকারি নর্থ খুলনা কলেজ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, পপুলার লাইফ ইন্সুরেন্স, বীর মুক্তিযোদ্ধা, অওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণগুলো। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া সুলতানা এ্যানীর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেন। এর মধ্যে ছিল উপজেলার ১০২ টি প্রাথমিক বিদ্যালয়ের সকল ক্লাস্টারে নির্দিষ্ট বিদ্যালয়ে দিবসটি পালন উপলক্ষে পুষ্পমাল্য অর্পন,একুশে বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিকেল ৪টায় প্রতিভা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

 

রবিউল ইসলাম

তেরখাদা,খুলনা।

তারিখ: 21/02/2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *