তেরখাদায় দক্ষিণ বাংলা লেখক ফোরাম ও গাঙচিল লেখিকা পরিষদের কমিটি গঠণ

বিনোদন সংবাদ সকল সংবাদ সংবাদ সাহিত্য-সংস্কৃতি
Share on Social Media
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

MBTV24.com

খুলনার তেরখাদায় দক্ষিণ বাংলা লেখক ফোরাম ও গাঙচিল লেখিকা পরিষদের নতুন কমিটি গঠণ সম্পন্ন হয়েছে।

দক্ষিণ বাংলা লেখক ফোরামে- শেখ ফিরোজ আহমেদ সভাপতি ও গাজী জাফর ইকবাল সাধারণ সম্পাদক। গাঙচিল লেখিকা পরিষদে-  সোনালী বসু সভাপতি ও লিপিকা পাত্র সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

উল্লেখ্য গত ১ ফেব্রুয়ারি তেরখাদায় শেখ ফিরোজ আহমেদ কে সভাপতি ও গাজী জাফর ইকবাল কে সাধারণ সম্পাদক করে দক্ষিণ বাংলা লেখক ফোরাম এর তেরখাদা শাখার ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ সম্পন্ন হয়। এরপর গত ০৩ জুলাই শুক্রবার ২০২০-২০২১ সালের জন্যও ঐ একই কমিটিকে পুনরায় মনোনীত ও অনুমোদন করেন  গাঙচিল এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক অধ্যক্ষ খান আখতার হোসেন ।

কমিটিতে বশির আহমেদ বাবলু, সুধাংশু কুমার বিশ্বাস ও মোঃ রবিউল ইসলাম, কে উপদেষ্টা, লিপিকা পাত্র কে সহ সভাপতি, সজল বিশ্বাস কে সাহিত্য সম্পাদক, রাসেল বিশ্বাস কে সহ সাহিত্য সম্পাদক, বাধন রায় কে দপ্তর সম্পাদক, আবু সুফিয়ান কে সাংগঠনিক সম্পাদক,  সোনালী বসু কে সহ সাংগঠনিক সম্পাদক, রনি মোল্যা কে প্রচার সম্পাদক, ইয়াছির আরাফাত কে সাংস্কৃতিক সম্পাদক করে মোট ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠণ সম্পন্ন হয়েছে।

এছাড়া  সোনালী বসু কে সভাপতি ও লিপিকা পাত্র কে সাধারণ সম্পাদক করে গাঙচিল লেখিকা পরিষদের তেরখাদা শাখার কমিটি গঠণ সম্পন্ন হয়েছে। গাঙচিল এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক অধ্যক্ষ খান আখতার হোসেন ৩ জুলাই শুক্রবার এই কমিটি ঘোসনা করেন।

 

গাঙচিলকন্ঠ।

তারিখঃ ০৩/০৭/২০২০ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *