কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় দুধকুমর নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত শাহীবাজার

সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

কুড়িগ্রাম থেকে এস,কে সোহানুর রহমান সোহাগঃ

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজারে দুধকুমর নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে শাহীবাজার এলাকা।
গত ২৬ জুন পূর্ব দুধকুমর নদীর পানি অতিরিক্ত জোয়ারে পাড় উপচে সোনাহাট হয়ে শাহীবাজার ঢুকে গ্রাম টি পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। অনেক কাঁচা ঘর বাড়ি, রাস্তা-ঘাট, বাড়ির আঙ্গিনা তলিয়ে গেছে পানিতে। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর বন্যার পানি বেশি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যার কারনে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এ পর্যন্ত বন্যার পানিতে একটি গ্রাম প্লাবিত হয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে আরো গ্রাম প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি অচিরেই ভয়াবহ রূপ ধারন করতে পারে।

এস,কে সোহানুর রহমান সোহাগ
কুড়িগ্রাম।
তারিখঃ ২৯/৯৬/২০২০ইং।

1 thought on “কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় দুধকুমর নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত শাহীবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *