দুটো বা অধিকসংখ্যাক কম্পিউটার একসাথে যুক্ত করতে যে যন্ত্রি অবশ্যই প্রয়োজন হয়, তা হলো ল্যান কার্ড । অথ্যাৎ আমরা যদি কোনো নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, তবে অবশ্যই প্রয়োজন হবে । নেটওয়ার্কের সাথে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে কোনো তথ্য বা উপাত্ত পাঠাতে কিংবা গ্রহণ করতে ল্যান কার্ড প্রয়োজন হয় । ল্যান কার্ডের ভুমিকা ইন্টারপ্রেটারের মতো । বর্তমানে পাওয়া যায় এমন প্রায় সব কম্পউটার বা ল্যাপটপ বা আইসিটি যন্ত্রের মাদারবোর্ডর সাথেই ল্যান কার্ড সংযুক্ত থাকে । তারপরও কিছু আইসিটি যন্ত্রে আলাদা করে ল্যান কার্ড সংযুক্ত করতে হয় । প্রযুক্তির উন্নয়নের ফলে এখন তারবিহীন ল্যান কার্ড খুবই জনপ্রিয় ।