খুলনায় তেরখাদায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা-২০২২ অনুষ্ঠিত

Breaking News জেলা সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

mbtv24.com: খুলনার তেরখাদায় উপজেলা পরিষদ মিলনায়তনে আজ (১০ মার্চ ) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, টিএইচও ডাঃ হেলেনা,  শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা, সাংবাদিক এসএম মফিজুল ইসলাম জুম্মান, মাওলানা আব্বাস আলী প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক।এসময় উপস্থিত ছিলেন তেরখাদা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা, পরিসংখ্যান কর্মকর্তা ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, কেএম আলমগীর হোসেন ও এফএম অহিদুজ্জামান, তেরখাদা থানার এসআই অভিজিৎ, মাওলানা মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন,  ব্র্যাকের পক্ষ থেকে ডেপুটি ম্যানেজার হারুনার রশিদ, এ্যাসোসিয়েট অফিসার লিপি বিশ্বাসসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাধ্যমিক একাডেমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা।

মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।
তারিখঃ ১০/০৩/২০২২ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *