Share on Social Media
mbtv24.com: ৮এপ্রিল(২০২১) বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ভোলা লক্ষ্মীপুর রুটে কলমীলতা নামের একটি ফেরিতে থাকা গাড়িতে আগুন লেগে পুড়ে গেল ৮টি পণ্যবাহী ট্রাক।
সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর থেকে বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক নিয়ে ভোলার উদ্দেশে ছেড়ে আসে কলমীলতা নামের ঐ ফেরিটি। ফেরিটি মেঘনার বিরিবিরি বয়া নামক এলাকায় এসে হঠাৎ করে ফেরিতে থাকা একটি গাড়িতে আগুন লেগে যায়। সেখান থেকে পাশের পণ্যবাহী গাড়ি গুলোতেও ছড়িয়ে পড়ে আগুন। এভাবে ৮টি পণ্যবাহী ট্রাক পুড়ে যায় আগুনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ভোলা থেকে কৃষাণি নামে একটি ফেরিতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
mbtv24.com
তারিখ: ০৮/০৪/২০২১ইং।