দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে খুলনার তেরখাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

Breaking News জাতীয় জেলা সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

খুলনার তেরখাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষ্যে ৭ই মার্চ সোমবার উপজেলা প্রশাসনের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল- সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুুষ্পস্তবক অর্পণ, দিনব্যাপী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার, ডকুমেন্টারী ও আলোকচিত্র প্রদর্শন এবং সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে পরিষদের  সভা কক্ষে আলোচনা সভা।

আলোচনা সভায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন  মুক্তি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষার্থী ও ইউপি চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্র্গ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

মোঃ রবিউল ইসলাম

তেরখাদা, খুলনা।

তারিখঃ ০৭/০৩/২০২২ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *