সত্যজিৎ দাস, বাহুবল, হবিগঞ্জঃ
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নতুনবাজারে রবিবার দিবাগত রাত অনুমান ১২ টার দিকে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ১৫ থেকে ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নতুনবাজারের ব্যবসায়ীরা।
আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সত্যজিৎ দাস জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত অনুমান ১২ টার দিকে বাহুবল উপজেলার নতুনবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার ব্রিগেডের দুইটি ইউনিট স্থানীয় লোকজনের সহায়তায় টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শায়েস্তাগঞ্জ ফায়ার ব্রিগেড অফিসার আরিফুল ইসলাম জানান, বাহুবল উপজেলার নতুনবাজার শাহেদা-মতিন শফিং সেন্টারে বিপ্লব ভেরাইটিজ স্টোরের পিছনে রাত ১২ টার দিকে বিকট শব্দে আওয়াজ হয়। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা মার্কেটের চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ঐ মার্কেটের শ্রীযুক্ত গৌরাঙ্গ পালের মালিকাধীন বিপ্লব ভেরাইটিজ স্টোর,শফিক মিয়ার মালিকাধীন সোহান ইলেকট্রনিক্স, বাবু গোপাল চন্দ্র দাশের মালিকাধীন জয়গুরু স্টোর ও শাহজাহান মিয়ার মালিকাধীন শাহজাহান স্টোর পুড়ে ছাই হয়ে যায়।
বিপ্লব ভেরাইটিজ স্টোরের গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলেও ধারণা করছেন তিনি।
সত্যজিৎ দাস,
mbtv24.com
বাহুবল, হবিগঞ্জ।
তারিখঃ ০৮/০২/২০২১ইং।