নতুন ফ্রিল্যান্সারদের জন্য সর্বাধিক জনপ্রিয় ১০টি অনলাইন মার্কেটপ্লেস। কাজ পাবেন নতুন পুরাতন সবাই।

কম্পিউটার-ইন্টারনেট টিউটোরিয়াল টিপস এন্ড ট্রিকস তথ্য প্রযুক্তি ফিচার-বিশেষ প্রতিবেদন ফ্রিল্যান্সিং সকল ভিডিও
Share on Social Media
 
    
   

মোঃ রবিউল ইসলামঃ আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করবো নতুন ফ্রিল্যান্সারদের জন্য বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ১০টি মার্কেটপ্লেস সম্পর্কে। যেখানে বিড করে খুব সহজেই আপনি কাজ পেয়ে যাবেন এবং বেশ ভালো অংকের অর্থ উপার্জন করতে পারবেন। আপওয়ার্ক, ফাইভার বা এরকম বড় বড় মার্কেটপ্লেসে যারা একের পর এক বিড করে কাজ না পেয়ে হতাশায় ভুগছেন, ফ্রিল্যান্সিংকে গুড বাই জানাচ্ছেন, আজকের পোস্টটি তাদের জন্য দারুন কাজে আসবে। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

আমাদের অনেকের স্বপ্ন ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করবো। দামী গাড়ী কিনবো। ভাল বাড়ি করবো। এমন স্বপ্ন নিয়ে ওডেক্স, ইলান্স তথা বর্তমান আপওয়ার্কে একাউন্ট করে বিড করা শুরু করি। একের পর এক বিড করতে থাকি। কিন্তু নতুন ফ্রিল্যান্সার হওয়ায় কেউ কাজ দেয় না। আর সত্যি কথা বলতে আমাদের দেশে প্রচলিত বর্তমান চাকরির বাজারের মতই এখানেও তুমুল প্রতিযোগিতা চলছে। আর বায়াররা সব সময় অভিজ্ঞ তথা পুরনো ফ্রিল্যান্সারদেরকে দিয়ে কাজ করাতে বেশি পছন্দ করেন। যে কারনে নতুন ফ্রিল্যান্সাররা যোগ্যতা সম্পন্ন হওয়া সত্তেও তারা কাজ পাচ্ছেন না। তাই হতাশ হয়ে ফ্রিল্যান্সিং থেকে সরে যাচ্ছেন।

আমাদের অনেকেরই ধারণা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস মানে আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আউয়ার, ফ্রিল্যান্সার ডট কম। আসলে এই সাইটগুলো খুব বেশি জনপ্রিয় হওয়ায় এখানে বিশ্বের অনেক নামী দামী ফ্রিল্যান্সাররা ভীড় করেন। তাই নতুনদের কাজ পেতে সমস্যা হয়।

আমি মার্কেটপ্লেস নিয়ে অনেক রিসার্চ করে ট্রাস্টেড ১০টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বাছাই করেছি। যেখানে নতুনদের জন্য কাজ পাওয়া খুবই সহজ। এবার আমি একে একে সাইট গুলোর নাম এবং সংক্ষিপ্ত পরিসরে বৈশিষ্ট্য গুলো তুলে ধরবো।

০১। Truelancer.com : নতুনদের জন্য এটি দারুন জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। এখানে বিভিন্ন ধরণের কাজ পাওয়া যায়। বিড করে করে কাজ নিতে হয়। সেই সাথে এখানে ফাইভারের মত গিগ দেওয়ার ব্যবস্থাও রয়েছে।  ফাইভারের যেমন আপনার সার্ভিসটি তৈরী করে রাখেন তেমন করে Truelancer এ ও সার্ভিস তৈরী করে রাখতে পারবেন। এছাড়া 99design এর মত এখানে রযেছে বিভিন্ন কনটেস্ট এর ব্যবস্থাও। 2.22যেখানে অংশ নিয়ে বিজয়ী হলে ভাল এমাউন্ট পাবেন।নতুন-পুরাতন কোন ব্যাপার না। দক্ষতা থাকলেই বিজয়ী হতে পারবেন। ফাইভারে যেসব কাজ পাওয়া যায় এখানেও সেসকল কাজ পাবেন। বরং ফাইভার থেকে আরো বেশি সুবিধা পাবেন এখানে। সাইটটির ঠিকানা হলোঃ Truelancer.com

০২। php-freelancers: নতুন-পুরাতন সকল ফ্রিল্যান্সারদের জন্যই এটি দারুন একটি মার্কেটপ্লেস। এই সাইটের প্রধান বৈশিষ্ট্য হলো অন্যান্য সাইটের মত এই সাইটটি ফ্রিল্যান্সারদের কাছ থেকে কোন ফিস নেয় না। অর্থাৎ আপনার আয়ের পুরোটাই আপনার থাকবে। এখানে php রিলেটেড বিভিন্ন প্রকার কাজ পাওয়া যায়। সাইটটির ঠিকানা হলোঃ www.php-freelancers.com

০৩। freelancewriting.com: যারা ভাল আর্টিকেল লিখতে পারেন, তাদের জন্য এই সাইটটি বেস্ট। এখানে আর্টিকেল লিখে খুব ভাল আয় করতে পারবেন। এছাড়া লেখালেখির উপরে এখানে অনেক টিপস পাবেন। সাইটটির ঠিকানা হলোঃ www.freelancewriting.com

০৪।Problogger jobs.Com : আগেরটার মত Probloggerjobs ও লেখালেখি করে আয় করার জন্য দারুন  একটি সাইট। এখানে  আপনি অন্যান্য ব্লগারদের সাথে অভিজ্ঞতা ও মতামত শেয়ার করতে পারেন। নতুন মেম্বাররা অভিজ্ঞদের সাফল্যের গল্প শুনে অনুপ্রাণিত হন, ভাল গাইডলাইন পান। খুব ভাল পেমেন্ট করে সাইটটি। সাইটের ঠিকানা হলোঃ Probloggerjobs.com

০৫।seocleark.com: নতুন ফ্রিল্যান্সারদের জন্য এটি দারুন একটি মার্কেটপ্লেস। এটি অনেকটা ফাইভারের মতই। এখানে আপনার সার্ভিসটি আপলোড করে রাখতে পারবেন। ফাইভারে যেমন করে গিগ আপলোড করেন, তেমনই। সাইটটির ঠিকানা হলোঃ www.seocleark.com

০৬। sologig: এই সাইটে পার্ট টাইম ও ফুল টাইম উভয় প্রকার জবই পাওয়া যায়। এখানে নুতন পুরাতন উভয় ফ্রিল্যান্সাররাই সমানভাবে কাজ পায়। সাইটটির ঠিকানা হলোঃ www.sologig.com

০৭। Journalism Jobs : যাদের সাংবাদিকতার অভিজ্ঞতা আছে তাদের জন্য এটি খুবই জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। এখানে মূলত সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন কাজ পাবেন।সেই সাথে বিশ্বের সর্বশেষ সংবাদ সম্পর্কে অবগত থাকতে পারবেন। সাইটটির ঠিকানা হলোঃ Journalismjobs.com

০৮। Metafilter Jobs: এই সাইটে বিভিন্ন ধরণের কাজ পাওয়া যায়। এখানে একটা বিশেষ সুবিধা হলো এই সাইটের একজন মেম্বার আরেকজন মেম্বারের সাথ তার অভিজ্ঞতা শেয়ার করতে পারে। এতে করে নতুন ফ্রিল্যান্সাররা অনেক কিছু শিখতে পারে। যার কারণে নতুনদের কাজ পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। সাইটটির ঠিকানা হলঃ www.jobs.metafilter.com

০৯। coroflot.com: এই সাইটে ডিজাইন রিলেটেড বিভিন্ন প্রকার কাজ পাওয়া যায়। ডিজাইনারদের জন্য এটি বেস্ট একটি মার্কেটপ্লেস। জবের পাশাপাশি এখানে ডিজাইন রিলেটেড বিভিন্ন প্রকার টিপস, যেমন- কিভাবে বায়ারদের কাছ থেকে সহজেই কাজ পাবেন, কিভাবে কাজটি করবেন ইত্যাদি টিউটোরিয়াল পাওয়া যায়। যা থেকে নতুন ফ্রিল্যান্সাররা উপকৃত  হন। তাদের কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সাইটটির ঠিকানা হলঃ www.coroflot.com

১০। wordpress Freelance: এই সাইটে wordpress রিলেটেড বিভিন্ন কাজ পাওয়া যায়। যেমন- wordpress থিম ডিজাইন, কাস্টমাইজ, wordpress দিয়ে ওয়েব সাইট তৈরী, প্লাগিন তৈরী ইত্যাদি।পেমেন্ট ও খুব ভাল। সাইটটির ঠিকানা হলোঃ www.wordpressfreelance.com

বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য বাছাইকরা ১০টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এই ১০টির মধ্যে থেকে আপনার কোয়ালিফিকেসন ও এক্সপেরিয়েন্স অনুযায়ী এক বা একাধিক মার্কেটপ্লেসে ফ্রিতে জয়েন করে কাজ শুরু করতে পারেন। আপনাদের প্রত্যেকের জন্য শুভ কামনা রইলো।

নিচের ভিডিওতে পেয়ে যাবেন এই পোস্টটি। আমাদের চ্যানেলে নতুন হলে সাবসক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *