Share on Social Media
সম্প্রতি চীনের সাংহাইয়ে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে চীনের গবেষকেরা চাদেঁ রোবট ষ্টেসন তৈরীর ঘোসনা দিয়েছেন।এই রোবট ষ্টেসনের মাধ্যমে চাদেঁর পাথর পৃথিবীতে এনে পরীক্ষা নিরিক্ষা করে তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন চীনের পিকিং ইউনিভার্সিটির মহাকাশ বিজ্ঞানের অধ্যাপক জিয়াও ওয়েক্সিন।চীনের গবেষকরা জানিয়েছেন ২০৩০ সালের মধ্যে চীন অত্যাধুনিক রকেট পাঠাবে চাদেঁ।