Share on Social Media
এক নজরে বঙ্গবন্ধু স্যাটেলাইট
এক নজরে
বঙ্গবন্ধু স্যাটেলাইট |
|
নির্মাণকারী প্রতিষ্ঠান
|
ফ্যান্সের থ্যালেস এলিনিয়া
স্পেস ফ্যাসিলিটি। |
ওজন
|
৩.৭ টন।
|
উৎক্ষেপন স্থল
|
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা
অঙ্গরাজ্যের কেইপ কেনাভেরালের লঞ্চ প্যাড। |
উৎক্ষেপন প্রক্রিয়া
|
দুটি ধাপে সম্পন্ন হবে।
প্রথম ধাপে- লঞ্চ & অরবিট ফেইস (LEOP); দ্বিতীয় ধাপে- স্যাটেলাইট
ইন অরবিট টেস্ট। LEOP ধাপে ১০ দিন এবং পরের
ধাপে ২০ দিন সময় লাগবে। |
উৎক্ষেপনকারী প্রতিষ্ঠান
|
যুক্তরাষ্ট্রের বেসরকারী
মহাকাশ অনুসন্ধ্যান ও প্রযুক্তি কোম্পানী “স্পেসএক্স”। |
বঙ্গবন্ধু স্যাটেলাইট বহকারী
|
রকেট: ফ্যালকন-৯
|
গন্তব্য
|
উৎক্ষেপনস্থল থেকে মহাকাশে
৩৬ হাজার কিলোমিটার। |
গন্তব্যে পৌছাতে সময় লাগবে
|
৮দিন
|
বাংলাদেশে গ্রাউন্ড স্টেশন
|
গাজীপুর জেলার জয়দেবপুর
ও রাঙ্গামাটি জেলার বেতবুনিয়ায়। |
কক্ষপথ
|
১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে
অরবিটাল স্লট। |
ট্রান্সপন্ডার সংখ্যা
|
মোট ৪০ টি ট্রান্সপন্ডার
থাকবে। যার ২০ টি বাংলাদেশে ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকি গুলো ভাড়া দেওয়া হবে। |
বঙ্গবন্ধূ স্যাটেলাইটের
আওতায় আসবে |
সার্কভুক্ত ৮টি দেশসহ ইন্দোনেশিয়া,
ফিলিপাইন, মায়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমিনিস্তান ও কাজাখস্তানের অংশবিশেষ। |
নিজস্ব স্যাটেলাইটের মালিক
|
বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে।
|
মেয়াদ
|
১৫ বছর।
|
গন্তব্যে পৌছাতে সময় লাগবে
|
৮দিন
|
তথ্য
সূত্রঃ কারেন্ট নিউজ ম্যাগ্যাজিন, মে ২০১৮ ও ইন্টারনেট। |