গুগল এডসেন্স পিন ভেরিফিকেশন কী ও কিভাবে করবেন ? ভেরিফিকেসন লেটার না আসলে করণীয়।
আসসালা্মু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজ আমি লিখবো কিভাবে আপনার গুগল এডসেন্সের এ্যাড্রেস ভেরিফিকেসন বা পিন ভেরিফিকেসন করবেন। তাহলে চলুন শুরু করা যাক। গুগল এডসেন্স পিন ভেরিফিকেশন কী ? গুগল এডসেন্স পিন ভেরিফিকেশন হলো একটি নির্দিষ্ট কোড। যা গুগল এডসেন্স থেকে আপনার ঠিকানায় প্রেরণ করা হয়। এই কোডটি গুগল এডসেন্স এর মাধ্যমে আপনি আপনার পেমেন্ট পেতে হলে অবশ্যই ভেরিফাই করতে হবে। এই ভেরিফিকেসনের মধ্যে দিয়ে আপনার ঠিকানা ভেরিফাই করা হয়। গুগল এডসেন্স পিন ভেরিফিকেশন প্রক্রিয়া: প্রথমে গুগল এডসেন্স একাউন্ট তৈরী করুন।যারা ব্লগিং বা ইউটিউবিং করেন তারা সবাই নিশ্চই জানেন, কিভাবে গুগল একাউন্ট তৈরী করতে হয়। …read more →
Continue Reading