কবিতা।। কবি।। রচনাঃ শিউলী খান।। ঢাকা।।

কবি
শিউলী খান
১৫/৬/২০

কবিতা যেন আজ নিয়েছে বিদায়
কলম আজ স্থির,
শব্দ যেন আবদ্ধ মোড়কে
ব্যকুল মন যেন অস্থির
ভাবনাগুলো দিয়েছে ডুব মৌনতায়।
ক্লান্তি শেষে নীড় হারা পাখি
নীড়ে ফেরে গোধুলি বেলায়
কবি কেন দিয়েছে ডুব ভাবনায়
বিষন্ন মনে এই অবেলায়।।
সময়ের ব্যবধানে আজ শূণ্য এ বৈঠক
কত গুনীজন, কত সূধীজনে ছিল মুখরিত আসর
চা’য়ের আড্ডা উঠতো জমে,কবিতার রণাঙ্গন।
সাবলীল হয়ে উঠছে যেন আজ
প্রতিটি ক্ষণ এ- গোধূলি বেলায়।
নবীনের আগমনে প্রবীণ বিদায়
এ যেন চিরায়ত নিয়ম এই ধরায়,
নবীন -প্রবীণের বিনি সুতোর মালায়
সবুজ খেলতে পারে,প্রখর খরায়,
তবে কেন ভেদাভেদ? কবি ভাবনায়!
বেলাশেষে আছে ডুবে,আপন মৌনতায়।

2 thoughts on “কবিতা।। কবি।। রচনাঃ শিউলী খান।। ঢাকা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *