তেরখাদায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপিত

Breaking News জেলা সংবাদ সকল সংবাদ সংবাদ

mbtv24.com: সারা দেশের ন্যায় খুলনার তেরখাদায়ও ‘আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যে  জাতীয় কন্যা শিশু দিবস – ২০২৫ উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শিউলী মজুমদার, সাংবাদিক এসএম মফিজুল ইসলাম জুম্মান, দলিত এনজিওর প্রোগ্রাম অর্গানাইজার মোঃ মনজুরুল ইসলাম,  শিক্ষার্থীদের পক্ষে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুবাইয়া মিম রোজা, নাফিসা জিয়া, মালিহা শরীফ, লুৎফুন নেছা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নুসররাত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এ. আনোয়ার-উল কুদ্দুস, উপজেলা সহকারী প্রোগ্রামার লিডম পল বালা, একাডেমিক ফিল্ড সুপারভাইজার রাধে শ্যাম ঘোষ, তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ তাসলিমা খাতুন, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রীবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।

ফেসবুকে ভিডিও দেখুন এখানে ক্লিক করে।

 

 

মোঃ রবিউল ইসলাম

তেরখাদা, খুলনা।

তারিখঃ ০৮/১০/২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *