mbtv24.com: গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ নতুন ইতিহাস গড়লেন মিশরের তারকা মোহাম্মদ সালাহ। ইংল্যান্ডের পেশাদার ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের এই ফরোয়ার্ড। উল্লেখযোগ্য বিষয় হলো, ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তৃতীয়বারের মতো এ সম্মান নিজের করে নিলেন ৩৩ বছর বয়সী সালাহ। লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মৌসুমে সর্বোচ্চ ২৯ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও ১৮টি গোল। এই অসাধারণ পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে পিএফএ বর্ষসেরার মুকুট। এর আগে প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন সালাহ।
এবারের আসরে নারী ফুটবলে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তেই। ছেলেদের বর্ষসেরা তরুণ খেলোয়াড় হয়েছেন অ্যাস্টন ভিলার প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার মরগান রজার্স। অন্যদিকে, ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ স্যার গ্যারেথ সাউথগেট পেয়েছেন ২০২৫ সালের পিএফএ মেরিট অ্যাওয়ার্ড, ফুটবলে অসামান্য অবদান এবং ইংল্যান্ড দলের সাফল্যে তার ভূমিকার জন্য।

mbtv24.com
তারিখঃ ২০/০৮/২০২৫

