জন্মনিবন্ধন সনদের অনলাইন কপি বের করার উপায় এবং জন্ম সনদটি ভুয়া নাকি আসল সেটা কিভাবে যাচাই করবেন দেখুন।

Breaking News আইটি বিষয়ক কম্পিউটার-ইন্টারনেট টিউটোরিয়াল টিপস এন্ড ট্রিকস ফিচার-বিশেষ প্রতিবেদন

mbtv24.com: ইদানীং জন্মনিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটা সনদ।অনেকেরই জন্ম সনদে নানা সমস্যাও থাকে।আবার সম্প্রতি বিভিন্ন প্রয়োজনে অনেকরই জন্মনিবন্ধনের অনলাইন কপি প্রয়োজন হয়।আজকের পোস্টে আলোচনা করবো কিভাবে ঘরে বসেই যে কোন জন্মসনদের সত্যতা যাচাই করবেন এবং অনলাইন কপি বের করবেন।কাজটি কিভাবে করবেন তার পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল সংযুক্ত করা হয়েছে।   মোবাইল দিয়ে কিভাবে করবেন এবং কম্পিউটার দিয়ে কিভাবে করবেন। দুটাই দেখানো হয়েছে।

জন্মসনদের সঠিকতা যাচাই/অনলাইন কপি বের করার লিংক: https://everify.bdris.gov.bd/

লিংকে যাওয়ার পর কি কি করতে হবে তার ভিডিও টিউটোরিয়াল নিচে দেওয়া হলোঃ

জন্ম-মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮ অনুযায়ী বয়সভেদে একেকজনের জন্য একেক রকম ডকুমেন্ট প্রয়োজন হবে।আপনাদের সুবিধার্থে জন্ম-মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮ এর লিংকটি নিচে দেওয়া হলো। লিংকে ক্লিক করে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

জন্ম মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮ এর লিংকঃ https://orgbdr.portal.gov.bd/sites/default/files/files/orgbdr.portal.gov.bd/page/9643f9f7_332c_44d4_b495_c0a28424b548/2020-02-12-22-57-c267ffad2b4dd28922daf44e39e39bf0.pdf

2 thoughts on “জন্মনিবন্ধন সনদের অনলাইন কপি বের করার উপায় এবং জন্ম সনদটি ভুয়া নাকি আসল সেটা কিভাবে যাচাই করবেন দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *