ইরানের ৬টি বিমানবন্দরে হামলা করলো ইসরাইল

Breaking News আন্তর্জাতিক সংবাদ সকল সংবাদ

mbtv24.com: ইরানের ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সোমবার পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে।

এক্সে (টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী আরও দাবি করেছে, দূর থেকে চালিত বিমান ১৫টি ইরানি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে।  খবর আল-জাজিরার।

উল্লেখ্য গত শুক্রবার (১৩ জুন) ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত রয়েছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন। তবে শনিবার এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

তারিখ: ২৩/০৬/২০২৫ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *