খুলনায় ডিপ্লোমা ইন  নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

Breaking News জাতীয় জেলা সংবাদ শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ
mbtv24.com: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি (পাস) কোর্সের সমমান করার দাবিতে খুলনায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খুলনা জেলা ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীবৃন্দ এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, তারা উচ্চ মাধ্যমিক পাশ করে কেন্দ্রীয় ভাবে প্রতিযোগীতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি হন।এরপর সম্পূর্ণ ইংরেজী মাধ্যমে পড়াশোনার পাশাপাশি ক্লিনিক্যাল প্র্যাকটিস ও রাত্রীকালীন ডিউটি পালনসহ চূড়ান্ত পরীক্ষায় পাশের পরও তাদের ০৬ (ছয়) মাসের ইন্টার্নশীপ শেষ করতে হয়। কিন্তু দ্বীর্ঘ ৩(তিন) বছর ৬(ছয়) মাস কঠোর সাধনার পরও তাদের প্রাপ্ত সার্টিফিকেটের মান সেই ভর্তিকালীন যোগ্যতার সমান (HSC)ই রয়ে যায়। যা সম্পূর্ণ অমানবিক, এবং ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যয়নরত এবং এসব কোর্স সম্পন্নকারীদের প্রতি দৃশ্যমান চরম বৈষম্যতা, অবহেলা ও অবিচারের শামীল। যার ফলে চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা নানাভাবে চরম বৈষম্যের শিকার হচ্ছেন।
এসময় বক্তারা অবিলম্বে তাদের সনদকে ডিগ্রি সমমানের স্বীকৃতি প্রদান এবং সরকারি চাকরিতে আবেদনের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে তাদের সাথে ন্যায়সংগত আচরণের দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা আরও জানান, দেশে স্বাস্থ্যসেবা খাতে ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফারির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ন্যায্য দাবি মানা না হলে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
mbtv24.com
খুলনা।
তারিখঃ ২৭/০৪/২০২৫ইং।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *