অনেকে সৌদি আরবে ভ্রমণের আগে জানতে চান— বিমানের টিকিটটি আসল কিনা, ভুয়া নয় তো? বিশেষ করে যখন কেউ এজেন্ট বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কাটেন। আসলে এখন খুব সহজেই আপনি নিজে অনলাইনে Saudi Airlines (Saudia) এর টিকিট যাচাই বা ভেরিফাই করতে পারেন।
এই আর্টিকেলে ধাপে ধাপে জানবো কীভাবে অনলাইনে সৌদি এয়ারলাইন্সের টিকিট যাচাই করবেন, কী তথ্য লাগবে, এবং কীভাবে আপনি আসল টিকিট চিনবেন।
🧾 প্রয়োজনীয় তথ্য যা লাগবে:
টিকিট যাচাই করতে আপনার কাছে নিচের তথ্যগুলো থাকতে হবে—
-
PNR নম্বর (Booking Reference No)
-
Last Name বা Surname (যেভাবে টিকিটে লেখা আছে)
-
Flight Number (ঐচ্ছিক)
-
Departure Date (যাত্রার তারিখ)
🌐 অনলাইনে টিকিট যাচাই করার ধাপসমূহ:
ধাপ ১️⃣: অফিসিয়াল ওয়েবসাইটে যান
প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে Saudi Airlines-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান:
🔗 https://www.saudia.com/
ধাপ ২️⃣: “Manage Booking” এ ক্লিক করুন
ওয়েবসাইটের হোমপেজে আপনি “Manage Booking” নামে একটি অপশন পাবেন।
সেখানে ক্লিক করুন। অথবা সরাসরি নিচের লিংকে যান।
🔗 https://www.saudia.com/Pages/manage-booking
ধাপ ৩️⃣: বুকিং ডিটেইলস দিন
এখন আপনার Booking Reference (PNR) এবং Last Name দিন।
এরপর “Retrieve Booking” বোতামে ক্লিক করুন।
ধাপ ৪️⃣: টিকিটের তথ্য দেখুন
সঠিকভাবে তথ্য দিলে আপনার টিকিটের সব তথ্য চলে আসবে, যেমন—
-
যাত্রার তারিখ ও সময়
-
গন্তব্য ও ফ্লাইট নম্বর
-
টিকিট স্ট্যাটাস (Confirmed / Pending / Cancelled)
-
যাত্রীর নাম
এভাবেই আপনি বুঝতে পারবেন আপনার টিকিট আসল নাকি ভুয়া।
🔍 বিকল্প উপায়:
১. এই লিংকে যান। 🔗 https://www.saudia.com/Pages/manage-booking ।
২. E-Ticket No বৃত্তটি সিলেক্ট করুন।
৩. Enter E-Ticket No এর ঘরে ই-টিকিট নাম্বারটি লিখুন। ( উল্লেখ্য ই-টিকিট নাম্বার মোট ১৩ ডিজিটের। এই ঘরে শেষের ১০ ডিজিট লিখবেন। আর বাম পাশের ঘরে প্রথম ০৩ ডিজিট লেখাই থাকবে। যদি না থাকে তাহলে ১৩ ডিজিটের প্রথম তিন ডিজিট লিখবেন।)
৪. Last Name এর ঘরে পাসপোর্টে থাকা আপনার Last Name টি যেভাবে আছে সেভাবে লিখুন।
৫. এবার তীর চিহ্ণে ( ➪ ) ক্লিক করুন।
তাহলে যদি আপনার টিকিটটি সঠিক হয়ে থাকে, তাহলে ডিটেলস দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে ই-টিকিট টি ডাউনলোডও করতে পারবেন।
ইমেইল বা মোবাইল চেক করুন:
এছাড়া সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটলে সাধারণত ইমেইলে একটি e-ticket (PDF) পাঠানো হয়। সেটি খুলে নিচে “Eticket Number” বা “Booking Reference” অংশে দেখুন। সেই নম্বর ব্যবহার করেই আপনি অনলাইনে ভেরিফাই করতে পারবেন।
⚠️ সতর্কতা:
-
কখনোই অচেনা এজেন্টের মাধ্যমে টাকা পাঠাবেন না টিকিট যাচাই ছাড়া।
-
টিকিটের তথ্য মিল না পেলে সঙ্গে সঙ্গে সৌদি এয়ারলাইন্স কাস্টমার কেয়ার-এ যোগাযোগ করুন।
🌐 ওয়েবসাইট: https://www.saudia.com/
🟩 উপসংহার:
আজকাল অনলাইনে টিকিট ভেরিফাই করা খুবই সহজ। আপনি চাইলে মাত্র ২ মিনিটে জানতে পারবেন আপনার টিকিট আসল কিনা। এতে করে ভুয়া টিকিটের ফাঁদে পড়ার আশঙ্কা অনেকটাই কমে যায়।
তাই নিরাপদ ও ঝামেলামুক্ত যাত্রার জন্য ভ্রমণের আগে অবশ্যই টিকিট ভেরিফাই করুন ।
🟩 নিচের ভিডিওতে সম্পূর্ণ কাজটি প্রাকটিক্যালী দেখানো হয়েছে :

