training

চলমান ৫ দিন ব্যাপী বিনামূল্যের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য নিম্মোক্ত আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করুন। (ক্লাস হবে- অনলাইনে।)

MBTV24.com ও IT House24 যৌথভাবে ২০১৯ সালে ২০০জন বেকার তরুণ-তরুনীকে বিনামূল্যে ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান করবে। বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হবে। খুব শিঘ্রই প্রথম ব্যাচ শুরু হতে যাচ্ছে। আপনিও পেতে পারেন এই সুবর্ণ সুযোগ। প্রশিক্ষণ আগ্রহী শিক্ষার্থীদের স্ব স্ব উপজেলা/ইউনিয়ন পর্যায়ে/অনলাইনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এছাড়া ঘরে বসেও যে কোন ব্যক্তি অনলাইনে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

প্রশিক্ষণে অংশগ্রহণ করতে এক্ষনই এখান থেকে অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন। তারপর আপনার প্রোফাইল টি বিস্তারিত তথ্য দিয়ে আপডেট করুন। 

Personal Details

যদি ইতোমধ্যেই রেজিষ্টার করে থাকেন, তাহলে নিচ থেকে লগ ইন করুন।

রেজিষ্ট্রেশন করতে কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

ই-মেইলঃ akotabd.350@gmail.com, www.facebook.com/mbtv24

www.facebook.com/ith24  www.youtube.com/mbtv24    www.youtube.com/ithouse24