mbtv24.com: বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনার তেরখাদায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।মূল পেজেন্টেসন উপস্থাপন করেন ডাঃ পার্থ প্রতিম দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্যানেটারী ইন্সপেক্টর জুয়েল রানা, ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান, খুলনা জেলা ব্যবস্থাপক শফি কামাল, ইমামদের পক্ষে ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলুফা ইয়াসমিন, গণমাধ্যমকর্মীদের পক্ষে রবিউল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স, মিডওয়াইফ, সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃ্ন্দসহ বিভিন্ন বিভিন্ন শ্রেণী, পেশার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি স্থানীয় পর্যায়ে জলবায়ু ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
মোঃ রবিউল ইসলাম
mbtv24.com
তারিখঃ ২২/৫/২০২৫