mbtv24.com: বাংলাদেশসহ বিশ্বব্যাপী স্মার্টফোনের দাম বেড়ে যাচ্ছে। গত এক বছরে বাজারের বিভিন্ন ক্যাটাগরিতে দাম বৃদ্ধি পেয়েছে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত। কিন্তু কেন এই মূল্যবৃদ্ধি? মূল কারণ — মেমোরি চিপের দামের ঊর্ধ্বগতি। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ থেকে ডিআরএএম এবং এনএএনডি ফ্ল্যাশ চিপের দাম ধারাবাহিকভাবে বেড়েছে। চলতি ২০২৬ সালের শুরুতে এই বৃদ্ধি ৫৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এর পেছনে বড় কারণ — কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর দ্রুত বিস্তার। এআই-নির্ভর ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামোর জন্য মেমোরি চিপের চাহিদা আকাশছোঁয়া হয়েছে। ফলে স্মার্টফোন ও অন্যান্য কনজ্যুমার ডিভাইসের জন্য সরবরাহ তুলনামূলকভাবে কমে গেছে।
এছাড়া, নতুন প্রজন্মের স্মার্টফোনে অন-ডিভাইস এআই ফিচার যুক্ত হওয়ায় আরও শক্তিশালী প্রসেসর ও বেশি র্যাম দরকার — যা উৎপাদন খরচ আরও বাড়িয়ে দিচ্ছে।
সবচেয়ে বেশি চাপে পড়েছে এন্ট্রি-লেভেল ও বাজেট স্মার্টফোনে। ২০০ ডলারের নিচের ফোনগুলোর উপকরণ খরচ ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। মিড-রেঞ্জ ও প্রিমিয়াম ফোনেও খরচ বাড়ছে ১০ থেকে ১৫ শতাংশ। বাংলাদেশের মতো মূল্য-সংবেদনশীল বাজারে এই প্রভাব আরও স্পষ্ট। স্মার্টফোন এখন আর বিলাসিতা নয় — যোগাযোগ, শিক্ষা, কাজ, বিনোদন, ডিজিটাল লেনদেন — সবকিছুর অপরিহার্য অংশ। বিশ্লেষকরা বলছেন, এআই-কেন্দ্রিক চাহিদার কারণে এই চাপ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে। তাই ভোক্তাদের সচেতন কেনাকাটা ও দীর্ঘমেয়াদি ডিভাইস বেছে নেওয়াই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
mbtv24.com
তারিখঃ ১৪/০১/২০২৬

