না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

Breaking News আন্তর্জাতিক সংবাদ জাতীয় রাজনীতি সকল সংবাদ সংবাদ

mbtv24.com: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।” আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে গেজেট জারি করেছে সরকার। আগামীকাল বুধবার তাঁর নামাযে জানাজা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন এই নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর ২০২৫, ১ ও ২ জানুয়ারি ২০২৬) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আগামী শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রাষ্ট্রীয় শোক পালনকালে এই তিন দিন দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা  অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন,

খালেদা জিয়ার ইন্তেকালে তাঁরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে তিনি খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন ‘মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা—তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।’

তিনি আরও বলেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বার বার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

‘এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান—আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।’

আগামীকাল  (৩১ ডিসেম্বর ২০২৫) বুধবার জোহরের নামাজ শেষে ঢাকার জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেলা দুইটায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। নামাযে জানাজা শেষে  তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে বলে জানা গেছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি সংগঠণ, রাজনৈতিক দল, সাংবাদিক, সকল শ্রেণী-পেশার মানুষসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

mbtv24.com

তারিখঃ ৩০/১২/২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *