দুবাইয়ে ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাত মহাকাশ সংস্থা গঠন এবং তার পরের বছর মোহাম্মদ বন রাশিদ স্পেস সেন্টার স্থাপিত হয়।ইতিমধ্যেই স্পেস সেন্টার টি দেশে তৈরি দুটি স্যাটেলাইট উৎক্ষেন করেছে।আর এবার তাদের নজ মঙ্গল গ্রহের দিকে। জানা যায়, ২০২০ সাল নাগাদ মঙ্গলে যান পাঠানোর পরিকল্পনা করছে তারা।ভবিষ্যতে সেখানে তাদের মানব বসতি স্থাপনের ওো পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।এরই ধারাবাহিকতায় মরুভূমির বুকে দুবাই তৈরি করতে যাচ্ছে “মার্স সায়েন্স সিটি” নামে মঙ্গল গ্রহের কল্পিত “সিমুলেশন”। এতে এক কোটি ৩৬ লাখ ডলার ব্যয় ধরা হয়েছে। প্রায় ২০ লাখ বর্গফুট এলাকা জুড়ে হবে এই মঙ্গলের শহর।শহরের স্থাপনাগুলো তৈরি হবেব থ্রিডি প্রিন্টার এর সাহায্যে। এই শহর টি শূণ্য থেকে অনেকটা সারি সারি গম্ভুজের মতো মনে হবে। দুবাইয়ের “মার্স সায়েন্স সিটির” ভেতরে থাকবে কৃত্রিম অক্সিজেনসহ মঙ্গলের মতোই সব ব্যবস্থা।

