Skip to content
বই পড়লে জানো কী হয় ?
বই পড়লে হাসা যায়, কাঁদা যায়,
মনের আবেগ বোঝা যায়।
বই মানুষকে কত কী না শেখায়!
সেই বইয়ে মানুষের মনের কথা
এক একটা পৃষ্ঠায় লেখা হয়।
বইয়ে মানুষ কত কী না লেখে !
হাসি, কান্না, সুখ, দুঃখ
মিলিয়ে যেন এক স্বপ্ন পুরী।
বই পড়ে মানুষ কত কী না তৈরী করে,
বই মানুষকে পৌছে দেয় জীবনের লক্ষ্যে ।
Views : 411
Copyright ©mbtv24.com, 2014-2021। All Rights Reserved by mbtv24.com