কম্পিউটার, ইন্টারনেট, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স, সাহিত্য-সংস্কৃতি, তথ্য প্রযুক্তি বিষয়ে MBTV24 ব্লগে লিখতে পারেন আপনিও। আমাদের ব্লগে লিখতে চাইলে “লিখুন” মেনু থেকে Registration বাটনে ক্লিক করে ফ্রিতে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে এখনই লেখা শুরু করুন। আর যদি আপনি ইতোমধ্যেই Registration করে থাকেন, তাহলে “লিখুন” মেনু থেকে Log in বাটনে ক্লিক করে লেখা শুরু করুন। এছাড়া নিচের রেজিষ্ট্রেশন ফরম পূরণ করেও রেজিষ্ট্রেশন করা যাবে। আপনার যদি কোন এর ঘরে আপনার ফেসবুক এর লিংক টি লিখুন।
(বিঃদ্রঃ অন্য কোন সাইট থেকে কপি করা যাবে না। নিজস্ব লেখা পোস্ট করুন। অবশ্যই কম্পিউটার, ইন্টারনেট, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স, টিউটোরিয়াল, রম্য রচনা, গল্প, ছড়া, কবিতা, তথ্য প্রযুক্তি বিষয়ের উপর লিখতে হবে।)
আপনার কোন একাউন্ট নেই ? তাহলে নিচ থেকে এখনই রেজিষ্ট্রেশন করে নিন।
যদি ইতোমধ্যেই রেজিষ্টার করে থাকেন, তাহলে নিচ থেকে লগ ইন করুন।
[sm-youtube-subscribe]