আপনিও লিখুন

Share on Social Media
 
    
   

কম্পিউটার, ইন্টারনেট, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স, সাহিত্য-সংস্কৃতি, তথ্য প্রযুক্তি বিষয়ে MBTV24 ব্লগে লিখতে পারেন আপনিও। আমাদের ব্লগে লিখতে চাইলে “লিখুন”  মেনু থেকে Registration বাটনে ক্লিক করে  ফ্রিতে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে এখনই লেখা শুরু করুন। আর যদি আপনি ইতোমধ্যেই Registration করে থাকেন, তাহলে “লিখুন” মেনু থেকে Log in বাটনে ক্লিক করে লেখা শুরু করুন। এছাড়া নিচের রেজিষ্ট্রেশন  ফরম পূরণ করেও রেজিষ্ট্রেশন করা যাবে। আপনার যদি কোন এর ঘরে আপনার ফেসবুক এর লিংক টি লিখুন।

(বিঃদ্রঃ অন্য কোন সাইট থেকে কপি করা যাবে নানিজস্ব লেখা পোস্ট করুনঅবশ্যই কম্পিউটার, ইন্টারনেট, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স, টিউটোরিয়াল, রম্য রচনা, গল্প, ছড়া, কবিতা,  তথ্য প্রযুক্তি বিষয়ের উপর লিখতে হবে।)

আপনার কোন একাউন্ট নেই ?  তাহলে নিচ থেকে এখনই রেজিষ্ট্রেশন করে নিন।

Personal Details
Male
Female
Others
আমি MBTV24.Com এর বর্তমান প্রচলিত ও ভবিষ্যতে প্রবর্তিত সকল শর্তাবলী মেনে চলিবো।

 যদি ইতোমধ্যেই রেজিষ্টার করে থাকেন, তাহলে নিচ থেকে লগ ইন করুন।

[sm-youtube-subscribe]