সিরিজসেরা মেহেদী হাসান আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যা ঙ্কিংয়ের শীর্ষে দশে। ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থানে তাসকিন, রিশাদ,তানজিম, হাসানরা

Breaking News খেলাধূলা সকল সংবাদ
Share on Social Media
 
    
   

ক্রীড়া ডেস্কঃ সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুন পারফরমেন্স করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে তাদেরই মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। দারুণ পারফরম্যান্স করার স্বীকৃতি হিসেবে আইসিসি র‌্যাঙ্কিংও পেয়েছেন বাংলাদেশী ক্রিকেটাররা।

সিরিজসেরা মেহেদী হাসান ফিরেছেন আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে দশে। তাসকিন আহমেদ, রিশাদ হোসেনসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার উঠে এসেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে।ওয়েস্ট ইন্ডিজে মেহেদী তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন। ৩ ম্যাচের সিরিজে নেন ৮ উইকেট। এক ম্যাচেও ২০ রানের বেশিও খরচ করেননি।এর মধ্যে দিয়ে তিনি ১৩ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ১০ নম্বরে উঠে এসেছেন। উল্লেখ্য ২০২১ সালের পর প্রথমবার শীর্ষ দশে জায়গা পেলেন তিনি।

মিরাজের পরই র‌্যাঙ্কিংয়ে তাসকিনের অবস্থান। ৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১১ নম্বর অবস্থানে উঠে এসেছেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি ৭ উইকেট শিকার করেছেন।দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসানও ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন। ২৩ ধাপ এগিয়ে হাসানের অবস্থান ২৪ নম্বরে, ১৬ ধাপ এগিয়ে তানজিমের ৪৫ নম্বরে। ব্যাট হাতে তৃতীয় ম্যাচে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলা জাকের আলী বিশাল লাফ দিয়েছেন। ৮৫ ধাপ এগিয়ে তাঁর অবস্থান এখন ৮৭ নম্বরে। লেগ স্পিনার রিশাদ চলতি বছরে টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ৩৫টি। যা এক বছরে বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ। ধারাবাহিক পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজেও ধরে রেখেছেন রিশাদ। টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচে নেন ৬ উইকেট। তাঁর অবস্থান ১৭ নম্বরে। এই লেগ স্পিনার ২১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন।

 

mbtv24.com

তারিখঃ ২৬/১২/২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *