mbtv24.com: তেরখাদায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর-২০২৪) বিকেল টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে স্মার্ট জাতীয় পরিচয়ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার।সম্মানীত অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নুরুল হাই মোহাম্মদ আনাচ।স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহমেদ।
অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ডিআইজি অলিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কওসার আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ রবিউল হোসেন, ইখড়ি কাটেংগা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শারাফাত হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ শেখ হাফিজুর রহমান, সেক্রেটারি মু. নাহিদ হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা সাহিদুল ইসলাম, বিএনপির নেতা ইকরাম হোসেন জমাদ্দার, শরীফ নাইমুল হক, খান মোস্তাক আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থাণীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপার ভাইজার সাহেলা সুলতানা।
তেরখাদা উপজেলা নির্বাচন অফিসার মোঃ তায়জুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রথম দিনে মোট ২০৩৩ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।পর্যায়ক্রমে উপজেলার ৬ টি ইউনিয়নের ৭৭ হাজার ৭৭৮ জন ভোটারদের মধ্যে নির্ধারিত সিডিউল অনুযায়ী ভোটারদের স্ব স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
২৬ ডিসেম্বর ২০২৪ থেকে ৩০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ছাগলাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছাগলাদহ ইউনিয়নের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।এছাড়া ৩১ ডিসেম্বর ২০২৪ থেকে ২ জানুয়ারি ২০২৫ আজগড়া ইউনিয়ন, ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি বারাসাত ইউনিয়ন,৮জানুয়ারি থেকে ১০ জানুয়ারি সাচিয়াদহ, ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি তেরখাদা এবং ১৫ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৫ মধুপুর ইউনিয়নের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
মাঠ পর্যায়ে এই কার্যক্রম উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২৪ দিন চলবে। এছাড়া ১ দিন রিজার্ভ ডে তে উপজেলার সকল ইউনিয়নের বাদ পড়া ভোটারগণ উপজেলা পরিষদ মিলনায়তন থেকে স্মার্ট কার্ড নিতে পারবেন।গ্রহণকারীদেরকে পুরাতন জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার নিবন্ধন স্লিপসহ স্বশরীরে রেজিষ্ট্রেশন কেন্দ্রে উপস্থিত হয়ে কার্ড গ্রহণ করতে হবে।এসময় কোনো ফিস দিতে হবেনা বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোন ইউনিয়নের কোন গ্রামের ভোটার কবে, কখন কোথা থেকে স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন তার বিস্তারিত সিডিউল জানতে নিচের লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। বিজ্ঞপ্তি লিংক।
mbtv24.com
তারিখঃ ২৬/১২/২০২৪