mbtv24.com: খুলনার তেরখাদায় ব্র্যাক হেলথ প্রোগ্রাম, টিবি কন্ট্রোল প্রজেক্ট, তেরখাদা এর উদ্যোগে ২ ডিসেম্বর, সোমবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে যক্ষ্মা বিষয়ে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানিয়া রহমান। স্লাইডসহকারে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ডাঃ তন্ময় মন্ডল।সেমিনার পরিচালনা করেন ডা: মোঃ হারুন অর রশিদ।
সভায় বক্তারা জানান, যক্ষ্মা কী, কিভাবে ছড়ায় এবং কিভাবে যক্ষ্মার রোগ প্রতিরোধ ও এর চিকিৎসা করা হয়।তারা আরো জানান, যক্ষ্মা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই। চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণরূপে ভালো হয়।আর এই চিকিৎসা স্থানীয় হাসপাতালে বিনামূল্যেই দেয়া হয়। এক নাগাড়ে ২ সপ্তাহ বা তার বেশি সময় কারো কাশি থাকলে তাকে নিকটস্থ সরকারি হাসপাতালে গিয়ে বিনামূল্যে কফ পরীক্ষা করতে হবে। এবং যক্ষ্মা সনাক্ত হলে তাকে বিনামূল্যেই চিকিৎসা দেয়া হবে। এছাড়া ব্র্যাকের স্বাস্থ্য কর্মীরা রোগীদের বাড়িতে নিয়মিত খোঁজখবর নিয়ে থাকেন।তাই যক্ষ্মা হলে ভয় নয়, চিকিৎসা নিন।এছাড়াও যক্ষার বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত রোগী ও অন্যান্য অতিথিবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শিউলী মজুমদার, ডাঃ অনিক কুন্ডু, প্রাথমিক শিক্ষা অফিসার এমএম মতিয়ার রহমান, সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, এসআই রথিন্দ্রনাথ পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, ব্র্যাকের খুলনা বিভাগীয় ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান, জেলা ব্যবস্থাপক মোঃ শফি কামাল, টিবি কন্ট্রোল প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম, মাঠ সংগঠক মোঃ নাসির উদ্দিন ও সাথী খাতুন, গণমাধ্যমকর্মী রবিউল ইসলাম ও স্থানীয় ইমাম, চিকিৎসা নিয়ে সুস্থ্য হওয়া কয়েকজন যক্ষ্মারোগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।
তারিখঃ ০২/১২/২০২৪