বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা

Breaking News জেলা সংবাদ রাজনীতি সংবাদ
Share on Social Media
 
    
   

mbtv24.com: গত শুক্রবার বিকেল ৪টায় ইখড়ি কাটেংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা শাখার আমীর মাওলানা শেখ হাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ নাহিদ হাসান। জুম্মার নামাযের পর থেকেই সম্মেলন স্থলে লোক সমাগম শুরু হয়। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মিছিল সহকারে দলে দলে লোক আসতে শুরু হয় সম্মেলনস্থলে।বিকাল ৪টা বাজতে বাজতেই ইখড়ি কাটেংগা হাইজ স্কুল মাঠ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতা কর্মীদের পদচারনায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হোসেন, খুলনা জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, স.ম এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন আহসান হাবীব লুনা, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ওবায়দুর রহমান, আব্দুস সামাদ লিটন, মাওলানা সাহাজান আলী, মাওলানা আঃ রফিক, মাস্টার আক্তার ফারুক, মাসুদুর রহমান, আব্দুস সালাম জাহেদী, গাউসুল আজম হাদি, মুন্সী মইনুল ইসলাম, বিল্লাল হোসাইন রিয়াদ, মুন্সী মিজানুর রহমান প্রমুখসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের হাজার হাজার জনতা। পরবর্তীতে সন্ধ্যা ৬টায় তাইফুন ও সাইমুম শিল্পী গোষ্ঠী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। উল্লেখ্য এর আগে গত বৃহস্পতিবার উপজেলার সকল সাংবাদিকদের সাথে কর্মী সম্মেলন ও বিভিন্ন বিষয়ে প্রেস ব্রিফিং করেন উপজেলা ও জেলা জামায়াতের নেতা কর্মীবৃন্দ।

 

তেরখাদা, খুলনা।

তারিখ: ২৩/১১/২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *