স্পোর্টস ডেক্স: ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’ এ টুর্নামেন্টে ওমানের বিপক্ষে মাত্র ৬ ওভারে ১৪৭ রান অর্জনের মধ্যে দিয়ে টুর্নামেন্টের অতীতের সকল রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।
উল্লেখ্য দীর্ঘ ৭ বছর পর হংকং আয়োজন করেছে ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’। এ টুর্নামেন্টে প্রতি দলে খেলোয়াড় ৬ জন, ম্যাচও হয় ৬ ওভার করে। টুর্নামেন্টের সর্বশেষ মৌসুমে (২০১৭-১৮) বাংলাদেশ বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। সে হতাশা কাটানোর মঞ্চে এবার টুর্নামেন্টের আগের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গতকাল শুক্রবার ‘ডি’ গ্রুপের ম্যাচে ওমানের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ছক্কা উৎসবে মেতে ওঠেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। মাত্র ৬ ওভারে বিনা উইকেটে সংগ্রহ করে ১৪৭ রান। যা টুর্নামেন্ট ইতিহাসেই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের (১২৮ রান)। বাংলাদেশের হয়ে আজ টুর্নামেন্ট ইতিহাসে দ্রুততম (১২ বলে) ফিফটি করেছেন জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
অন্যদিকে ১৪৭ রানের টার্গেটে মাঠে নেমে ১১৩ রানে গুটিয়ে যায় ওমান। যার ফলে ৩৪ রানের জয়ে ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’ টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
mbtv24.com
তারিখ: ০২/১১/২০২৪ইং।