Share on Social Media
ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে দুটি টেস্টের পাশাপাশি রাখা হয়েছে তিনটি টি-টোয়েন্টি। এই পাঁচটি ম্যাচ হবে পাঁচ ভেন্যুতে। ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চেন্নাইতে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ১২ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে হায়দরাবাদে শেষ হবে সিরিজ।
বাংলাদেশ সময় অনুযায়ী সিরিজের সূচি:
১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর | প্রথম টেস্ট | চেন্নাই | সকাল ১০টা থেকে |
২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর | দ্বিতীয় টেস্ট | কানপুর | সকাল ১০টা থেকে |
৬ অক্টোবর | প্রথম টি-টোয়েন্টি | গোয়ালিয়র | সন্ধ্যা সাড়ে ৭টা |
৯ অক্টোবর | দ্বিতীয় টি-টোয়েন্টি | দিল্লি | সন্ধ্যা সাড়ে ৭টা |
১২ অক্টোবর | তৃতীয় টি-টোয়েন্টি | হায়দরাবাদ | সন্ধ্যা সাড়ে ৭টা |