mbtv24 sport news,

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা।

Breaking News খেলাধূলা খেলাধূলা সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

mbtv24.com: আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ১৫ সদস্যের দলের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ স্কোয়াডে অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। তিনি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নেতৃত্বে আছেন। এছাড়া দলে রাখা হয়েছে তিনজন পেসার। ব্যাটিংয়ে জ্যোতির সঙ্গে বড় ভরসা হবেন সোবহানা মোস্তারি।

বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, রাবেয়া খান।

আগামী ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। যদিও আসরটি বাংলাদেশের হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেটি সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। উদ্বোধনী দিন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে টাইগ্রেসরা।

mbtv24.com

তারিখঃ ১৮/০৯/২০২৪

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *