mbtv24.com: দীর্ঘ দিন ধরেই মাঠের বাইরে মাশরাফী বিন মোর্ত্তজা। আসন্ন বিপিএল দিয়ে তার মাঠে ফেরার কথা থাকলেও রাজনীতি থেকে নাটকীয় ভাবে দূরে সরে যাওয়ায় সেটাও অনিশ্চিত। যদিও ভক্তদের জন্য সুখবর মাঠে ফিরছেন মাশরাফী তবে, বাংলাদেশের মাঠে নয়। তিনি খেলবেন যুক্তরাষ্ট্রে।গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর-২০২৪) যুক্তরাষ্ট্রের টি-১০ মাস্টার্স লীগে সরাসরি চুক্তিতে মাশরাফীকে দলে নেয় ডেট্রইট ফ্যালকনস। আগামী মাসে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এই দলের মালিকানা আবার বিপিএল দল সিলেট স্টাইকার্সের মালিকদের অধীনে। এছাড়া একই টুর্নামেন্ট দল পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহানও। তিনি খেলবেন আটলান্টা রাইডার্সের হয়ে। এই দলটি আবার বসুন্ধরা গ্রুপের মালিকানার অধীনে। বিপিএলের রংপুর রাইডার্সে খেলা সোহান সেই যোগসূত্রেই খেলবেন যুক্তরাষ্ট্রে। মাশরাফীর দলে আরও আছেন সাবেক দুই ক্রিকেটার আবদুর রাজ্জাক ও সৈয়দ রাসেল।
তারিখঃ ১০/০৯/২০২৪