mbtv24.com: স্বাগতিক পাকিস্তানকে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ২-০ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়েছে টাইগাররা। যেখানে এর আগে পাকিস্তানের বিপক্ষে কোনো টেস্টই জিততে পারেনি বাংলাদেশ। এই জয়ের অন্যতম নায়ক অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পুরো সিরিজে ব্যাটে-বলে দারুন খেলেছেন তিনি। ব্যাট হাতে ১৫৫ রান করার পাশাপাশি, বল হাতে নিয়েছেন ১০ উইকেট। এর মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর লিটন দাশের সঙ্গে অবিশ্বাস্য এক জুটি গড়েন মিরাজ। যে জুটিতে একাধিক রেকর্ডও ভেঙেছেন এই দুজন। এমন পারফরম্যান্সের পর সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন মিরাজ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষের পর নিজের মতো বাংলায় কিছু কথা বলার অনুমতি চান মিরাজ। এরপর সিরিজ সেরার প্রাইজমানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার কথা জানিয়ে বলেন, ‘‘আলহামদুলিল্লাহ, আমি প্রথমবারের মতো দেশের বাইরে ম্যান অব দ্যা সিরিজ হয়েছি। সম্প্রতি আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, যেখানে অনেকে শহীদ হয়েছেন। এই আন্দোলনে একজন রিকশাচালক আহত হয়েছিলেন, পরে উনি মারা যান।এই ম্যান অব দ্যা সিরিজের পুরস্কারটা তার পরিবারকে আমি দিতে চাই।’’
তারিখঃ ০৪/০৯/২০২৪