টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন রেকর্ড। পাকিস্তানকে বাংলাওয়াশ

Breaking News আন্তর্জাতিক সংবাদ খেলাধূলা খেলাধূলা বিনোদন সংবাদ সকল ভিডিও সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

mbtv24.com: টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড সৃষ্টি করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয় করলো বাংলাদেশ। এই জয়ের মধ্যে দিয়ে টেস্টে প্রথমবার পাকিস্তানকে বাংলাওয়াশ করে ইংল্যান্ডকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের চার নম্বরে এখন নাজমুল হোসেন শান্ত’র দল।পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে আজ শেষ দিন জয়ের জন্য ১৪৩ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয় করলো  বাংলাদেশ।

প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই টাইগার পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তোপে ১৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা।যার ফলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৮৫ রান।

পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ। দুই টাইগার ওপেনার জাকির হাসান ২৩ বলে ৩১ ও সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে খেলতে নামে। দিনের শুরুতেই দলীয় ৫২ রানে সাজঘরে ফিরে যান জাকির। ৩৯ বলে ৪০ রান করেন তিনি।

জাকিরের বিদায়ের পর দলীয় ৭০ রানে ৫১ বলে ২৪ রান করে আউট হন আরেক ওপেনার সাদমান। এরপর ক্রিজে আসা মুমিনুলকে সঙ্গে নিয়ে দিনের শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত।

মুমিনুলকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন শান্ত। তবে দলীয় ১২৭ রানে ৮২ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরেন টাইগার অধিনায়ক। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল।

তবে দলীয় ১৫৩ রানে ৭১ বলে ৩৪ রান করে আউট হন মুমিনুল। তার বিদায়ের পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। ৫৬ ওভারে দলের জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। মুশফিক ৫১ বলে ২২ ও সাকিব ৪৩ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

এই জয়ের মধ্যে দিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার রেকর্ড করলো বাংলাদেশ।

 

mbtv24.com

তারিখঃ ০৩/০৯/২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *