Share on Social Media
mbtv24.com: দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। সম্প্রতি গুঞ্জন উঠেছে লাল-সবুজের জার্সিতে ফিরতে পারেন তিনি।
তবে জাতীয় দলে ফেরাটা আপাতত নিশ্চিত না হলেও ক্রিকেটে ঠিকই ফিরছেন তামিম। আমেরিকার ন্যাশনাল লীগ ক্রিকেটে দেখা যাবে দেশসেরা এই ওপেনারকে। আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত চলবে দশ ওভারের এই টুর্নামেন্ট। ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই ইভেন্টে থাকছে ৬ দল। সেখানে খেলতে এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছেন তামিম। টুর্নামেন্টটির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তামিমের একটি ভিডিও বার্তাও দেওয়া হয়েছে। উল্লেখ্য তামিম ছাড়াও আমেরিকার এই লীগ ক্রিকেটে দেখা যেতে পারে সাকিব আল হাসানকেও।
mbtv24.com
তারিখঃ ২৯/০৮/২০২৪