mbtv24.com: খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ গতকাল সোমবার বিকেলে নগর ভবনে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের কাছ থেকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
উল্লেখ্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে বিভাগীয় কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
কেসিসি সূত্র জানায়, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক গত বছরের ১২ জুন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় এক লাখের বেশি ভোট পেয়ে কেসিসির মেয়র নির্বাচিত হন। এরপর গত বছরের ৩ জুলাই তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে শপথ গ্রহণ করেন। কিন্তু আইনি বাধ্যবাধকতায় দায়িত্বভার গ্রহণ করতে পারেননি। পরে গত ১১ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন। সরকার পতনের পর ৪ ও ৫ আগস্ট তাঁর বাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুর করে তছনছ করা হয়। ৪ আগস্ট থেকে তাঁকে আর খুলনায় দেখা যায়নি।
mbtv24.com
তারিখঃ ২০/০৮/২০২৪