অনুপস্থিত ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব যারা পাচ্ছেন

Breaking News জাতীয় জেলা সংবাদ রাজনীতি সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

mbtv24.com: সম্প্রতি দেশে অনেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে জনসাধারণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন বিধায় অনুস্থিত ইউপি চেয়ারম্যানদের স্থানে কারা দায়িত্ব পালন করবেন সে বিষয়ে গতকাল ১৯ আগস্ট সোমবার ‘স্থানীয় সরকার বিভাগ’ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

 এতে বলা হয়; সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশে কতিপয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন। যার ফলে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এই অসুবিধা সমূহ দূর করার জন্য এ আদেশ জারি করা হলো—

১। অনুপস্থিত চেয়ারম্যানদের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব স্ব অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারবেন।

২। প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে অথবা যে কোনো জটিলতা পরিলক্ষিত হলে  আইনের ধারা ১০১ ও ১০২ প্রয়োগ করে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব স্ব অধিক্ষেত্রে তার অধীন কর্মকর্তা, যেমন- উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনারকে (ভূমি) আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন পরিষদগুলোকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখবেন।

 

mbtv24.com

তারিখঃ ২০/০৮/২০২৪

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *