ডেস্ক রিপোর্টঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। গত মঙ্গলবার (১৩ আগস্ট ২০২৪) রাতে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের এ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ মারফত জানা যায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়।
উল্লেখ্য ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গত বৃহস্পতিবার (৮ আগষ্ট ২০২৪) ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্য সংখ্যা ১৭। গতকালই ছিল উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সভায় অন্যান্য উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন। তবে এর আগে একদিন অনানুষ্ঠানিক বৈঠক হয়েছিল।
mbtv24
তারিখঃ ১৪/০৮/২০২৪