Share on Social Media
mbtv24.com: ২ আগস্ট শুক্রবার খুলনায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভিন্ন ভিন্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং পুলিশসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন। শুক্রবার বিকেলে খুলনার জিরো পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ চলাকালে সেখানে রণক্ষেত্রে পরিণত হয়।
এ সময় সুমন কুমার ঘরামী নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গল্লামারী কাঁচাবাজারে সংঘর্ষে নিহত হন তিনি।
অন্যদিকে অনেক শিক্ষার্থী ও পথচারী এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন। যারা খুলনা মেডিকেল কলেজসহ খুলনার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
mbtv24.com
খুলনা।
তারিখঃ ০৩/০৮/২০২৪