দায়িত্ব গ্রহণের ১ম ও ২য় দিনে একাধিক রাস্তা সংস্কার করলেন তেরখাদা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান

Breaking News জেলা সংবাদ রাজনীতি সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

mbtv24.com: দায়িত্ব গ্রহণের ১ম ও ২য় দিনে জনগণের কষ্ট নিরসনে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তেরখাদা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এইচএম আবুল হাসান শেখ। গতকাল (১লা জুলাই ২০২৪) সোমবার তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন। প্রথম কর্ম দিবসেই তিনি নিজ অর্থায়নে তেরখাদা সদরের কাটেংগা বাজারে থানার গেটের সামনের বেহাল দশার রাস্তাটি সংস্কার করেন।

দীর্ঘদিন যাবৎ থানার গেটের সামনে থেকে বারাসাত অভিমুখী রাস্তার সংযোগ স্থান পর্যন্ত রাস্তার ছিল বেহাল দশা। অসংখ্য গর্ত, কাদা, পানিতে রাস্তাটি ছিল চলাচলের অনুপোযোগী।সামান্য বৃষ্টিতে কাদা পানি জমে দুর্ভোগ আরো বাড়তো।বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে সকাল থেকে রাত পর্যন্ত অগণিত মানুষ ও ছোট ছোট যানবাহন গুলোকে প্রতিনিয়ত চলাচল করতে হয়।চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম কর্ম দিবসেই জনগণের কষ্ট নিরসনে এই রাস্তাটুকু ও তেরখাদা বেইলী ব্রীজের সামনের রাস্তা নিজ অর্থায়নে ঢালাই কাজ সম্পন্ন করেন।

২য় কর্ম দিবসে উপজেলার বলদ্বর্না হতে কালিয়া অভিমুখী ইটের সলিং রাস্তাটিও সরকারি বরাদ্দ ও নিজ অর্থায়নে সংস্কার করেন। এছাড়াও তিনি বলর্দ্বনার এবিএস মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ন ভবন সংস্কার ও মাঠে মাটি ভরাটসহ নিজ অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতোমধ্যেই সম্পন্ন করেছেন।

তিনি বলেন, উন্নয়ন কাজের ধারা অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছি। সুখে, দুঃখে জনগণের পাশে আছি, থাকবো। ইনশা আল্লাহ। আধুনিক ও উন্নত তেরখাদা উপজেলা গড়তে আমরা বদ্দপরিকর। সকল কলহ, বিরোধ, দ্বন্দ্ব, সংঘাত ভুলে তেরখাদার মানুষ সুখে-শান্তিতে মিলেমিশে একত্রে বসবাস করবে। এমনটাই প্রত্যাশা আমার।

এদিকে রাস্তা সংস্কার করায় আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা। উন্নয়ন কর্মকান্ডের এই ধারা অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা সবার।

 

মোঃ রবিউল ইসলাম

mbtv24

তেরখাদা, খুলনা।

তারিখঃ ০৩/০৭/২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *