mbtv24.com: খুলনার তেরখাদায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একযোগে সারা দেশে শুভ উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর সভাপতি মারুফা বেগম নেলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হন খুলনা ৪ আসনের সাংসদ জননেতা আব্দুস সালাম মূর্শেদী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা শেখ শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা কৃষি অফিসার শিউলী মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, সহকারী প্রোগ্রামার লিডম পল বালা, সরকারি ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শারাফাত হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর সদস্য সচিব ডাঃ প্রিয়ংকর কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্থান থেকে খামারীরা তাদের পশু-পাখি নিয়ে এসে স্ব স্ব স্টলে প্রদর্শন করেন। পরবর্তীতে অতিথিবৃন্দ সকল স্টল ঘুরে প্রদর্শনী পরিদর্শন করেন।মূল্যায়ন কমিটির মূল্যায়ন শেষে বিকাল সাড়ে ৪টায় সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রদর্শনীতে বিজয়ী খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।
তারিখঃ ১৮/০৪/২০২৪