mbtv24.com: তেরখাদার আদমপুর আদালাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক আব্দুল আলিমের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে বই মেলা ২০২৪ উদযাপিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে সকাল ৮টায় তেরখাদা উপজেলা ক্লাস্টার পর্যায়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমীর কুমার দাসের পরিচালনায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে সকাল ১০টায় একুশে বই মেলার শুভ উদ্বোধন করেন সভাপতি প্রভাষক আব্দুল আলীম। বই মেলায় তেরখাদা ক্লাস্টারের ৫টি প্রাথমিক বিদ্যালয় স্ব স্ব স্টলে বইসহ বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল সংগীত, আবৃত্তি,নৃত্য, যেমন খুশি তেমন সাজো, কুইজ, চিত্রাংকন প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিকাল ৩টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএম মতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী আকরাম হোসেন, দাতা সদস্য সাংবাদিক মোল্যা সেলিম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজাজ মাহমুদ লেলিন,সহকারী শিক্ষক সুরাইয়া সুলতানা রুবেল শেখ,হাসিব শেখ,রিক্তা মন্ডল,আদালাতপুর বর্নশিক্ষা সপ্রাবির প্রধান শিক্ষক নাসরিন, প্রধান শিক্ষক মোঃ সাহাজাহান শেখ, মিলন কুমার মজুমদার, এসএমসি কমিটির সভাপতি মোঃফরিদ শেখ, বাবর আলী মুন্সি,তহিদ ফকির, মোঃ খায়ের মোল্যা, রিজাল ফকিরসহ ৫টি বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
মোল্যা সেলিম আহমেদ
তেরখাদা,খুলনা।
তারিখ: 21/02/2024