ফ্রিতে ব্লগ তৈরি করে অনলাইনে আয় করুন | ব্লগিং করে আয় করার পূর্ণাঙ্গ টিউটোরিয়াল | ফুল কোর্স | mbtv24 |

আইটি বিষয়ক ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট কম্পিউটার-ইন্টারনেট টিউটোরিয়াল টিপস এন্ড ট্রিকস তথ্য প্রযুক্তি ফিচার-বিশেষ প্রতিবেদন ফ্রিল্যান্সিং মোবাইল
Share on Social Media
 
    
   

আপনি কি একটি নিজস্ব ব্লগ তৈরীর কথা ভাবছেন ? কিন্তু কারিগরি জ্ঞানের স্বল্পতা কিংবা অর্থনৈতিক সমস্যায় ভুগছেনভয় নেইএই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা পেইড কোর্স ফ্রিতে উপহার দিতে যাচ্ছি যেখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে ফ্রিতে আপনার  নিজস্ব  ব্লগ সাইট তৈরি করবেন

এবং আপনার ব্লগ থেকে কিভাবে অনলাইনে আয় করবেন।এই কোর্সে একেবারে শুরু থেকে শেষ  পর্যন্ত দেখানো হয়েছে। আপনি যদি একেবারে নতুনও হয়ে থাকেন, তবুও এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি অভিজ্ঞ হয়ে যেতে পারবেন।

এই ভিডিওতে যা যা থাকছে-

১. ব্লগিং কী ? ব্লগার কী ? ব্লগ কী ? সে বিষয়ে আলোচনা।

২. ব্লগ থেকে আয় করার উপায় বর্ণনা।

৩. ফ্রিতে ডোমেইন হোস্টিং নেয়ার উপায়।

৪. ব্লগ সাইট তৈরী ও কাস্টোমাইজ।

৫. কন্টেন্ট আপলোড।

৬. কাস্টম থিম কিভাবে ইনস্টল করবেন?

৭. থিম কাস্টোমাইজেসন কিভাবে করবেন ?

৮. গ্যাজেট সেটিংস কিভাবে করবেন ?

৯. গুগল এ্যাডসেন্স নিয়ে পর্যালোচনা।

১০. এ্যাড নেটওয়ার্ক সাইটে কিভাবে একাউন্ট তৈরী করবেন?

১১. ওয়েব সাইট মনিটাইজেসন কিভাবে করবেন ?

১২. ব্লগে এড কোড বসিয়ে বিজ্ঞাপন প্রদর্শন কিভাবে করবেন ?

১৩. আপনার ব্লগ থেকে উপার্জন কিভাবে করবেন ?

১৪. অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা।

তাহলে আর দেরি কেন ? মনোযোগ সহকারে ভিডিও টি দেখুন। প্রয়োজনে বার বার দেখুন এবং প্রাকটিস করুন। আজ থেকেই শুরু করুন আপনার নিজস্ব ব্লগ সাইট তৈরীর কাজ। প্রথম দিন থেকে হবে উপার্জন।

ভিডিওটি ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। কোন প্রশ্ন বা মতামত থাকলে এবং পরবর্তীতে কোন ধরণের ভিডিও চান, তা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অনুগ্রহ করে এরকম উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবসক্রাইব করে অল নোটিফিকেসন অন করে রাখুন।

ভিডিও লিংকঃ

 Important links:

My Channel Link : https://www.youtube.com/ithouse24

 My Facebook Page : https://www.facebook.com/ith24

Our Facebook Group : https://www.facebook.com/groups/ithouse24

Blogger ( Get free Domain & Hosting)  https://www.blogger.com/

Galaxy Blogger Theme Download Link:

https://my.bloggertemplate.org/p/galaxy.html

(ZIP ফাইল ডাউনলোড করলে সেটাকে আনজিপ করে xml ফাইলটি আপলোড করতে হবে।)

অথবা সরাসরি xml ফাইল ডাউনলোড করতে নিচের লিংকে যান:

https://www.facebook.com/download/677064434590232/theme-8427526198485278209%20%284%29.xml?av=100002997370029&eav=AfbIC0tcPKq4EPfhDoGSBGeb3SE8_wnszrB7-fYms64WeyDWPM06oGFM4B6O7FLFafY&paipv=0&hash=Acotff9rhTtnp1UzvQI

 Sign Up for Earning (Adsterra): https://beta.publishers.adsterra.com/referral/adYahZ7nje

My Blog-1 : https://ith24bd.blogspot.com/

My Blog-2 : https://ithousebd24.blogspot.com/

 *****************************************

ভাল থাকুন।

শুভেচ্ছা নিরন্তর।

মোঃ রবিউল ইসলাম

সিইও

আইটি হাউজ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *