mbtv24.com: তেরখাদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলাম ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তির মাতা জোহরা বেগম (১০২) বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকালে নিজ বাড়ি তেরখাদার ইখড়ি গ্রামে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি—— রাজিউন।) মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ১০২ বছর।
মরহুমার জানাযার নামায ইখড়ি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে শুক্রবার আসর বাদ অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাযে অংশ নেন খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী, জেলা আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, উপজেলা আলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান ও সেক্রেটারী কেএম আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম দীন ইসলাম, শেখ মোঃ মহাসিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও সাধারণ সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্সসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ। মৃত্যুকালে তিনি দুইপত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
২২/১২/২০২৩
তেরখাদা, খুলনা।