mbtv24.com: দুবাইয়ে গতকাল ১৭ ডিসেম্বর ২০২৩ ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে হারিয়ে প্রথমবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। উল্লেখ্য প্রায় চার বছর আগেই বিশ্বজয় করে ফেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কিন্তু এশিয়া কাপের ট্রফিটা এত দিন ধরা দেয়নি বাংলাদেশের যুবাদের হাতে। অবশেষে মিটে গেল সেই অপূর্ণতা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথমে তাদের নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ আশিকুর ১২৯ রান, রিজওয়ান ৬০, আরিফুল ৫০, মাহফুজুর ২১ করে। ২৮৩ রানের টার্গেট নিয়ে মাঠে নামে আরব আমিরাত অনূ্র্ধ্ব-১৯ দল।কিন্তু বাংলাদেশ দল ২৪.৫ ওভারে মাত্র ৮৭ রানে তাদেরকে অল আউট করতে সক্ষম হয়।আর এর মধ্যে দিয়ে ১৯৫ রানের বিশাল ব্যাবধানে ঐতিহাসিক বিজয় অর্জন করে বাংলাদেশ দল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
এই জয়ে বাংলাদেশের সর্বত্র চলছে বিজয়ের উল্লাস।আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনূ্র্ধ্ব-১৯ ক্রিকেট দল সহ সংশ্লিষ্ট সকলকে। বিজয়ের এই ধারা অব্যাহত থাকুক। এমনটাই প্রত্যাশা দেশের ক্রিকেট প্রেমী জনসাধারণের।
mbtv24.com
তারিখঃ ১৮/১২/২০২৩