mbtv24.com: খুলনার তেরখাদায় মঙ্গলবার বিকেল ৪টায় প্রতিভা সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে রবিউল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত ‘মানিক লাল রতন গ্যাং’ নাটকের শুভ মুক্তি ও পরবর্তী নাটক ধারাবাহিক গোয়েন্দা সিরিজের শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে।
বশির আহমেদ বাবলুর সভাপতিত্বে ও রবিউল ইসলামের পরিচালনায় শুভ মুক্তি ও নতুন নাটকের মহরত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজী জাফর ইকবাল। প্রধান অতিথির বক্তৃতা করেন ডাঃ সুধাংশু কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু সুফিয়ান, বাধন রায়, পান্নু মোল্যা, শেখ রবিউল প্রমুখ। অনুষ্ঠানে ‘এমবিটিভি টুয়েন্টিফোর’ ইউটিউব চ্যানেলে মানিক লাল রতন গ্যাং’ নাটকের মুক্তি দেয়া হয়। নাটকটি এখন mbtv24 ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। এরপর কেক কেটে mbtv24 চ্যানেলের পরবর্তী নাটকের শুভ মহরত অনুষ্ঠিত হয়। এসময় নাটকের সকল শিল্পী ও কলাকুশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
তেরখাদা, খুলনা।
তারিখঃ ১২/১২/২০২৩